আজাদ জম্মু ও কাশ্মীরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের আহবায়ক গোলাম মুহাম্মাদ সাফী বলেছেন, কাশ্মীরীদের সংগ্রাম সন্ত্রাসবাদ নয়।
রবিবার (১৪ জুলাই) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুহাম্মাদ সাফী বলেন, কাশ্মীর সমস্যার সমাধানে পাকিস্তানের স্থিতিশীলতা নিহিত। কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের আলোচনা সভায় কাশ্মীরীদেরও অন্তর্ভুক্ত করা উচিত। আমাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার কিংবা রাষ্ট্রীয় সংযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয়েছিল। অঙ্গীকার করা হয়েছিলো এই অধিকার রক্ষার। কিন্তু ভারত তা রক্ষা করেনি।
পাকিস্তান কাশ্মীরীদের পরিত্যাগ করেছে- ভারতের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, পাকিস্তান কাশ্মীরকে কখনোই পরিত্যাগ করেনি। বরং প্রতিটি ক্ষেত্রে আমাদের হয়ে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে। এছাড়া কাশ্মীরের ভয়াবহ পরিস্থিতিতে আমরা বিচলিত নই। কাশ্মীরীদের সংগ্রামও কোনও সন্ত্রাসবাদ নয়।
তিনি আরও বলেন, ১৯ জুলাই লাহোরের মসজিদে শুহাদা থেকে ‘হক্কে এরাদিয়াত’ ইস্যুতে একটি র্যালি বের করা হবে। সব দলকে আমি এতে অংশগ্রহণের আহবান জানাচ্ছি।
সূত্র: ডেইলি জঙ্গ