শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

কাসসাম বিগ্রেডের হামলায় ইসরাইলি সেনাদল হতাহত

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেডের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক পদাতিক সেনাদল হতাহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানায় কাসসাম বিগ্রেড।

বিবৃতিতে বলা হয়, জিহারের নিকটবর্তী তেল হাওয়া গ্রামে ইসরাইলের এক পদাতিক সেনাদলকে লক্ষ্য করে হামলা পরিচালনা করেছে আমাদের প্রতিরোধ যোদ্ধারা। তাদের উপর টিবিজি রকেট দিয়ে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলি সেনাদলটিকে আহত ও নিহত অবস্থায় রেখে আসতে সফল হয়েছে তেল হাওয়ায় অভিযান চালানো কাসসামের যোদ্ধারা।

অপরদিকে ইসরাইলী সেনাবাহিনী জানায়, কাসসামের হামলায় তাদের ১২ জন সেনা গুরুতর আহত হয়েছে। তন্মধ্যে ৭ জন গাজ্জার অভ্যন্তরে আকস্মিক হামলার শিকার হয়।

এদিকে এক বিবৃতিতে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় ইসরাইলের হামলায় ৫৪ জন ফিলিস্তিনি গুরুতর আহত ও ৫০ জন শাহাদাতবরণ করেন।

২৭৯ দিন যাবত চলমান এই গণহত্যায় এখন পর্যন্ত ৮৮ হাজার ২৯৫ জন ফিলিস্তিনি আহত ও ৩৮ হাজার ৩৪৫ জন শাহাদতবরণ করেন।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img