ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িতে অজ্ঞাত গেরিলারা হামলা চালানোয় ৭ সেনা জওয়ান হতাহত হয়েছেন। এদের মধ্যে ৪ জওয়ান নিহত, এবং ৩ জওয়ান আহত হয়েছেন। হামলাকারীরা জওয়ানদের অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, গত ২০ ডিসেম্বর থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী সংশ্লিষ্ট এলাকা ঘিরে ফেলে গেরিলাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করেছিল।
বৃহস্পতিবার বিকেল পৌনে চারটের দিকে সেনাবাহিনীর দুটি গাড়িতে জওয়ানরা যখন যাচ্ছিল তখন আচমকা ওই হামলার ঘটনা ঘটে।এক মাসেরও কম সময়ের মধ্যে একই এলাকায় সেনাবাহিনীর ওপর গেরিলাদের এটি দ্বিতীয় হামলা। এর আগে গত ২২ নভেম্বর রাজৌরিতে এক সংঘর্ষে ৫ জওয়ান নিহত হয়েছিলেন।