বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় : জেকেএমএল

জাতিসংঘের রেজুলেশন ও কাশ্মীরি জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে জানিয়েছে ‘জম্মু এন্ড কাশ্মীর মুসলিম লীগ’।

এছাড়াও জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্যকেও স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলটি।

সোমবার (১০ এপ্রিল) জম্মু এন্ড কাশ্মীর মুসলিম লীগ এক বিবৃতিতে এ বিষয়টি জানায়।

জম্মু এন্ড কাশ্মীর মুসলিম লীগ এর মুখপাত্র বলেন, “স্বাধীনতার উদ্দেশ্যে জম্মু ও কাশ্মীরের জনগণ লক্ষাধিক জীবন উৎসর্গ করেছে। হাজার হাজার মা ও বোনেদের অপবিত্র করা হয়েছে। ইতিমধ্যে লক্ষাধিক যুবক ভারতীয় দখলদারিত্ব থেকে মুক্তি জন্য লড়াইয়ে গ্রেফতার হয়েছে। তাই সাফল্যের চূড়ায় না পৌঁছানো পর্যন্ত সংগ্রাম চলবে।”

এছাড়াও তিনি আশা প্রকাশ করছেন, রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিকভাবে কাশ্মীরিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান।

উল্লেখ্য, সম্প্রতি পাক সেনাপ্রধান জেনারেল সাইয়্যেদ আসিম মুনির কাশ্মীর সমস্যা সমাধানের উপর জোর দিয়ে বলছেন, “জাতিসংঘের রেজুলেশন ও কাশ্মীরি জনগণের আশা-আকাঙ্ক্ষার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত।”

সূত্র: কেএমএস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img