জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫২ তম অধিবেশনের বিরতির সময় ভারতবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কাশ্মীরি জনগণ ও তাদের প্রতি সহানুভূতিশীলরা।
শুক্রবার (১০ মার্চ) জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে গোটা ইউরোপ থেকে কাশ্মীরি ও তাদের প্রতি সহানুভূতিশীলরা অংশ নেয়। এ সময় তারা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ফ্যাসিবাদী ভারতীয় সরকারের বিরোধিতা করে। বিভিন্ন স্লোগানে তারা ভারতের অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের নির্যাতিত নারী ও জনগণের কথা তুলে ধরে। এছাড়াও তারা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে উচ্চকণ্ঠে স্লোগান দেয়।
দখলকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশী হেফাজতে হত্যা, জোরপূর্বক গুম, নারীদের ধর্ষণ ও বিভিন্ন গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলোর বিষয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণের করেন।
তাদের হাতে প্ল্যাকার্ড ও ব্যানারে লেখা ছিল, ভারত – কাশ্মীরে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করো।
সূত্র: কেএমএস