বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক করেছে আজাদ কাশ্মীর

‘ফ্রি মিক্সিং’ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষিকা ও ছাত্রীদের হিজাব পরা বাধ্যতামূলক করেছে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) সরকার।

সোমবার (৬ মার্চ) আজাদ জম্মু ও কাশ্মীরের শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, স্কুল ও কলেজের প্রশাসনকে হিজাব সংক্রান্ত নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয়েছে। কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কী ধরনের
শাস্তির ব্যবস্থা নেওয়া হবে তা স্পষ্ট করে বলা হয়নি।

আজাদ কাশ্মীরের শিক্ষামন্ত্রী দেওয়ান আলী খান চুঘতাই বলেন, বিবৃতিটি আমাদের ধর্ম ও সমাজের নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, হিজাব পরিধান করা আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।

সূত্র: আইটিএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img