বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

ভারত জোড়ো যাত্রায় যোগ দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি

উৎসাহ ও উদ্দীপনের সঙ্গে পুনরায় শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছেন।

আজ শনিবার (২৮ জানুয়ারি) জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলা হতে তিনি যোগদান করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে এ যাত্রা জুড়ে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগের দিন শুক্রবার প্রবল ঠান্ডা কে উপেক্ষা করে ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ।

উল্লেখ্য; কন্যাকুমারী থেকে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রা আগামী ৩০ জানুয়ারি শেষ হবে।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img