ওয়াসিফ আরাফ | দাওরায়ে হাদীস : ফরিদাবাদ মাদরাসা,ঢাকা
আলহামদুলিল্লাহ! ইনসাফ তার অর্ধযুগ পূর্ণ করে সপ্তমবর্ষে পদার্পণ করেছে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি।
বর্তমানে সমগ্র বিশ্বে সত্য ও মিথ্যার মাঝে যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, মিডিয়া সে যুদ্ধের অন্যতম প্রধান ক্ষেত্র। তাই সত্যের পক্ষে আমাদের স্পষ্টভাষী কিছু ‘সেনাব্যারাক’ প্রয়োজন ছিলো। ইনসাফ সেই প্রয়োজন দক্ষতার সাথে পূরণ করছে। বারাকাল্লাহু ফীহ।
একজন পাঠক হিসেবে আমার সবচেয়ে ভালোলাগার ব্যাপার হলো, খবর প্রকাশের ক্ষেত্রে ইনসােফের শব্দপ্রয়োগ। কারণ, সুচিন্তিত শব্দের ব্যাবহার মানুষের মন ও মননে অবচেতনভাবেই গভীর প্রভাব ফেলে। আমি সংশ্লিষ্ট সকলকে ‘জাযাকুমুল্লাহ’ জ্ঞাপন করছি।
পরিশেষে বলবো, ‘পাঁচ’ই মে’ মুসলমান বাংলাদেশীদের কাছে একটি নতুন চেতনার দিক উন্মোচনের দিন। ইনসাফ সেই চেতনার সঠিক প্রতিনিধিত্ব করবে, এই আশা রাখি। আমি ইনসাফ এর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।