প্রায় ১৩ বছর পর সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় দূতাবাস চালু করেছে কাতার।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) কাতারের পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাসের কার্যক্রম শুরু হয়। এসময় সেখানে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গকে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।
প্রসঙ্গত, ২০১১ সালে শান্তিপূর্ণ বিক্ষোভে সিরিয়ার সাবেক অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী কতৃক গুলি চালানোর অভিযোগে দামেস্ক থেকে দূতাবাস গুটিয়ে নেয় কাতার। এছাড়াও কাতারের টেলিভিশন চ্যানেল আল জাজিরার উপরেও আক্রমণ চালানো হয়।
দূতাবাস পুনরায় চালু হওয়ার পর আল খালিদ নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, সিরিয়ার গৃহযুদ্ধ থামাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে কাতার। দেশটি সব সময় সিরিয়ার মানুষের পাশে ছিল। তিনি আশা করছেন, খুব শীঘ্রই অন্যান্য দেশগুলোও তাদের দূতাবাস পুনরায় চালু করবে।
সূত্র: মিডল ইস্ট মনিটর