নতুন করে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরির কর্মসূচি ঘোষণা করেছে পাকিস্তান। এতে দুশ্চিন্তায় পড়েছে আমেরিকা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের এমন পদক্ষেপকে ঘিরে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের এক কর্মকর্তাকে।
গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইন্টারন্যাশনাল পিস থিংক ট্যাংকের এক অনুষ্ঠানে এমনই উদ্বেগ প্রকাশ করেন আমেরিকার ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার।
জন ফিনার বলেন, পাকিস্তান ক্রমাগত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রতে আধুনিক প্রযুক্তির প্রসার ঘটাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমেরিকাসহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম হবে ইসলামাবাদ। সহজ ভাবে বলতে গেলে, পাকিস্তানের এমন কার্যক্রম যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক হুমকি।
এদিকে, ওয়াশিংটনের দুইজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাব্যথা মূলত ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ইঞ্জিন নিয়ে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের কারণেই উদ্বেগ তৈরি হচ্ছে আমেরিকায়।
অন্যদিকে, মার্কিন আমেরিকার এমন উদ্বেগের সমালোচনা করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন দেশের অস্ত্র তৈরীর বিষয় কোন পদক্ষেপ নিচ্ছে না আমেরিকা। তবে পাকিস্তানের ক্ষেত্রেই বাধার সৃষ্টি করছে। আর তাদের এমন আচরণ নিঃসন্দেহে বৈষম্যমূলক।
সূত্র: ডি ডাব্লিউ