উত্তর গাজ্জায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) হামাসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবিরের ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ এক স্নাইপারসহ মোট দুই ইসরাইলি সেনাকে নিহত করেছে।
এই হামলার বিষয়ে ইসরাইলি বাহিনী এখনো কোনো পতিক্রিয়া জানায়নি।
চলমান গাজ্জা যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরাইলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গ গুরুতর আঘাতে পেয়েছেন। এছাড়াও আরো অন্তত পাঁচ হাজার ২০০ সেনা মানসিক রোগ আক্রান্ত।