শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিশ্ববিদ্যালয়ে নামাজ আদয়কে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করল বিশ্ব হিন্দু পরিষদ

ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের নামাজ পড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষার্থীরা নামাজ আদায় করছে। ঘটনার প্রতিক্রিয়ায় উগ্র হিন্দুত্ববাদী দলগুলো তাদের ক্ষোভ প্রকাশ করেছে।

গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ভাদোদরার মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে উগ্র হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দল ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) সহ হিন্দু ডানপন্থী সংগঠনগুলি ঘটনাস্থলেই হনুমান চালিসা পাঠ করে প্রতিক্রিয়া জানায়।

উগ্র হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা উপাচার্যের কার্যালয়ে বিশৃংখলভাবে ছুটে যায় ও ঘটনার তদন্তের দাবিতে স্লোগান দেয়।

বিশ্ব হিন্দু পরিষদ দাবি করেছে, ক্যাম্পাসের ভিতরে নামাজ পড়া অনেক বড় একটি ষড়যন্ত্র। তারা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি হস্তান্তর করবে যাতে মুসলিমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর নামাজ না পড়তে পারে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক লকুলেশ ত্রিবেদী এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘কাউন্সেলিং’ করা হবে ও ভবিষ্যতে ক্যাম্পাসে শিক্ষার্থীরা যাতে আর নামাজ না পড়তে পারে তার পরিকল্পনা করা হবে।

সূত্র: মুসলিম মিরর
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img