শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ চায় খেলাফত আন্দোলন

বাংলাদেশ খেলাফত আন্দোলন আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী জ্বালানি তেল, সারসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন মূল্য স্ফীতির ফলে দেশের সাধারণ জনগনের দুর্ভোগ বহুগুন বেড়েছে। বিশ্ব বাজারে দাম কমার পরও হঠাৎ করে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় ২০/২৫ টাকা কেজি চাউল পাওয়া যেত তা বেড়ে বর্তমানে ৭০/৮০ টাকা হয়ে গেছে। মন্ত্রী এমপিগণ জনগণকে শান্তনার বদলে তাদেরকে নিয়ে উপহাস করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে পরিবহন ভাড়া বৃদ্ধি সহ নিত্যপণ্যের বাজারে নৈরাজ্য শুরু হয়েছে। দিশেহারা জনসাধারণের জীবন জীবিকা অনেকাংশেই অচল হয়ে পড়েছে। এই অবস্থা কিছুতেই মেনে নেয়া যায় না।

আজ (১৭ আগস্ট) বুধবার বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিস আমেলার এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী অবিলম্বে জ্বালানি ,চাল- ডাল,ডিম,ভোজ্য তেল,ঔষধ ও নিত্যপণের মূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যেই ডিম ও কাঁচা বাজারসহ নিত্য পণ্যের মূল্য ইতিহাসের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এখনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে দেশে দূর্ভিক্ষ সৃষ্টি হতে পারে।

বৈঠকে সদ্য প্রয়াত কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আনছার উদ্দিন হাওলাদার ও খুলনা জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে তাদের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করে দুআ করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, হাজী জালালউদ্দিন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজিদুর রহমান ফয়েজী, অধ্যক্ষ ডাক্তার নেয়ামত আলী ফকির, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা আ ফ ম আকরাম হোসেন, শিহাব উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img