শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শাহীনবাগে বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রশংসিত দিল্লির আইনজীবী আরিফা খানম

নয়াদিল্লির মুসলিম নারী আইনজীবী আরিফা খানম ভারত সরকারের বুলডোজারের সামনে লোহার প্রাচীর হয়ে দাঁড়ালেন।

মুসলিম অধ্যুষিত দিল্লির শাহীনবাগ দখল উচ্ছেদের নামে সম্পদ নষ্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে আরিফা খানম জীবনের পরোয়া না করে বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়েন।

অভিযানে আরিফা খানম গুরুতর আহত হলেও অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে পিছপা হননি।

নয়াদিল্লির মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা শাহীনবাগ থেকেই ২০১৯-২০ সালে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল। তাই বিজেপির কেন্দ্রীয় সরকারের অধিনস্ত স্থানীয় প্রশাসন আশেপাশের এলাকা বাদ দিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই এলাকাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।

মুসলিম মহিলা আইনজীবী আরিফা খানম সাহসিকতার সাথে এই সাম্প্রদায়িক অভিযানকে প্রতিহত করেন।

আরিফা খানমের সাহসিকতার দ্বারা অনুপ্রাণিত হয়ে, শাহীনবাগের অন্যান্য বাসিন্দারাও বিজেপির বুলডোজারের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে বাধ্য হয়ে অভিযান বন্ধ করে দেয় প্রশাসন।

সূত্র : জিয়ো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img