শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ঢাকা সুপ্রিম কোর্টে ভোটের নামে প্রহসন হলো : জাহিদ হোসেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ঢাকা সুপ্রিম কোর্টে দেখলেন ভোটের নামে প্রহসন হলো। নির্বাচন কমিশনের আগেই সুপ্রিম কোর্ট বারের সেই অবৈধ সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ১০ হাজার ভোট ১২ হাজার ব্যালট পেপার ছাপিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশনের কেউ জানে না। সেজন্যই নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। আজ তাদের ছাপানো সেই ব্যালট পেপার দিয়ে ভোট দিতে হবে। আজ সর্বোচ্চ আদালতের এই অবস্থা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) হবিগঞ্জ পৌরসভা মাঠে হবিগঞ্জ পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে চোর ধরা। আর আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কি করলো-চোরকে সহায়তা করলো এবং চুরিকে জায়েজ করার জন্য যা যা করা দরকার গতকালকেও করেছে, আজকেও করছে। আজ প্রধান বিচারপতি বলছেন, আইনজীবীদের বিষয়টি আইনজীবীদেরই দেখা উচিত। তাহলে প্রধান বিচারপতির দায়িত্ব কি, সর্বোচ্চ আদালতের দায়িত্ব কী?

তিনি বলেন, আইনের কাজ হচ্ছে মজলুম মানুষের পাশে দাঁড়ানো। আমরা চাইবো আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু আমরা তো জানি, ২০১৮ তে আমরা দেখলাম, আগের দিন ভোট রাতেই শেষ। ২০১৪ সালে দেখলাম ভোটকেন্দ্রে ভোট নাই-ভোটার নাই, ১৫৪ জন আগেই নির্বাচিত। ভোটকেন্দ্রে ৫ পার্সেন্ট ভোটারও যায়নি। অর্থাৎ বৃহত্তর মানুষের সমর্থন নিয়ে তারা দেশ পরিচালনায় আসেনি। দেশ পরিচালনা করার জন্য জনগণের ভোটের দরকার পড়ে না। নিজের পেশীতন্ত্র অথবা আইনশৃঙ্খলা বাহিনী, আইন-আদালত, প্রশাসনকে ব্যবহার করে দেশ শাসন করা যায়। তখন তারা সাধারণ মানুষের কথা ভুলে যায়।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে তিনি আরও বলেন, আজকে আটার দাম ৭৫ টাকা, চালের দাম ৮০ থেকে ১১০ টাকা। আর কারেন্ট সারাদিনে ৭ থেকে ১০ বার আসে আর যায়। তারপরও বলে শতভাগ বিদ্যুতায়িত বাংলাদেশ। আবার বলে উন্নয়নের রোলমডেল বাংলাদেশ। রোলমডেল হয়ে আজ এমন অবস্থা হয়েছে যে, শ্রীলংকার মতো অবস্থার দিকে আমরা ধাবিত হচ্ছি। কয়দিন বাজারে আর কিছু কিনতে পাওয়া যাবে না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে আজ জনগণের নাভিশ্বাস ওঠেছে।

প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির দেওয়া ১০ দফা আন্দোলন রাজপথে থেকে সফল করতে হবে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে এই সরকারকে বিদায় করা যাবে না, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিদায় করে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img