শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইজতেমা নিয়ে নতুনভাবে চিন্তা করার সময় এসেছে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ইজতেমায় জনসমাগম যেভাবে বাড়ছে তাই ইজতেমা নিয়ে অবশ্যই নতুনভাবে চিন্তা করার সময় এখন এসেছে। আমরা অবশ্যই নতুন করে ভাববো যাতে আগামী বছর মুসুল্লীদের কষ্ট না হয়। জনসমাগম যদি বেশিও হয়, তারপরও আমরা কীভাবে বাই রোটেশনে সেটা করতে পারি তা অবশ্যই চিন্তা করবো।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে মুসুল্লীদের জন্য স্থাপিত হামদর্দ ল্যাবরোটরিজ লিমিটেডের ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আগের মতো করে ৬৪ জেলার অর্ধেক এক পর্বে বাকি অর্ধেক জেলার মুসুল্লীদের জন্য অপর পর্বে করা যায় কি-না তা নিয়ে ইজতেমার দুই পক্ষের মুরুব্বীদের সঙ্গে নিয়ে চিন্তা-ভাবনা করবো। কিন্তু ইজতেমায় দুই গ্রুপ এবং দুই পর্বেই সকল জেলার মুসুল্লীদের অংশগ্রহণের ফলে স্থান সংকুলান হচ্ছে না। আমাদের কার্যক্রমও সুচারুভাবে করতে ব্যাহত হচ্ছে। আমাদের ইজতেমায় যেভাবে জনসমাগম বাড়ছে সেটি নিয়ে নতুনভাবে চিন্তা করার সময় এখন এসেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img