রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মাওলানা তারেক জামিলের ছেলে নিহত

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা তারেক জামিলের ছেলে মাওলানা আসেম জামিল নিহত হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তালাম্বায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মুলতান পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আরপিও সুহাইল চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, মাওলানা আসেম জামিল বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। প্রকৃত ঘাতককে ধরতে আমরা তদন্ত অব্যাহত রেখেছি।

অপরদিকে মাওলানা তারেক জামিল এক টুইট বার্তায় ছেলে আসেম জামিলের নিহতের বিষয়টি নিশ্চিত করে সকলের দোয়া কামনা করেন।

তিনি বলেন, আজ তালাম্বায় আমার ছেলে আসেম জামিলের ইন্তেকাল হয়েছে। এই অকস্মাৎ মৃত্যু পুরো পরিবেশ শোকাচ্ছন্ন করে দিয়েছে। এই বেদনাবিধুর পরিস্থিতিতে আপনাদের সকলের নিকট অনুরোধ, আপনারা যেনো আপন দোয়ায় আমাদের স্মরণ রাখেন। আল্লাহ পাক আমার প্রিয় পুত্রকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম নসিব করুন।

সূত্র: এআরওয়াই নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img