শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গিকার এরদোগানের

মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসা মসজিদে তারাবির নামাজরত মুসলিমদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান।

সেইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।

শনিবার এক টুইট বার্তায় এরদোগান ইসরাইলের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা জানান।

তিনি ইসরাইলকে নিষ্ঠুর ও সন্ত্রসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা সব সময় আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে রয়েছি।

এর আগে শুক্রবার ফিলিস্তিনে মুসলিমদের পবিত্র আলআকসা মসজিদে তারাবির নামাজের সময় হামলা চালায় ইসরাইলি পুলিশ। হামলায় অন্তত ২০০ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে অনেককেই।

এই হামলার পরই মুসলিম বিশ্বের নেতার প্রতিক্রিয়া জানাতে আহ্বান করেন। পাশাপাশি ইসরাইলের এই নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে জেরুজালেমে ইসরাইলি হামলার প্রতিবাদে শনিবার ইস্তাম্বুলে ইসরাইলি কনস্যুলেটের বাইরে ৩০০ বেশি মানুষ বিক্ষোভ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img