শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমেরিকায় বছর শেষে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

বছর শেষে একদিনে করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এ নিয়ে শীর্ষ অর্থনীতির দেশটিতে এক কোটি ৯৭ লাখ লোক প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪১ হাজার।

তবে সব বিশেষজ্ঞের মত হচ্ছে– সবচেয়ে খারাপ অবস্থা এখনও আসেনি। ছুটির দিনগুলোতে বড় বড় জমায়েত হওয়ায় আক্রান্তের বড় বড় ঢেউয়ের মুখোমুখি স্বাস্থ্যকর্মীরা।

কিন্তু স্বল্পসময়ের মধ্যে করোনার টিকা উদ্ভাবনের কাজ চলছে। বুধবার ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত স্বল্প-খরচের টিকার অনুমোদন দিয়েছে ব্রিটেন। এ নিয়ে ভাইরাসটির তৃতীয় কোনো টিকার অনুমোদন পেল পশ্চিমা বিশ্ব।

এর আগে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img