মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

গাজ্জায় ৫০ হাজারেরও বেশি শিশু ‘মারাত্মক অপুষ্টিতে’ ভুগছে

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি অবরুদ্ধ উপত্যকায় দুর্ভিক্ষের “সত্যিকারের” ঝুঁকি এড়াতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

ইউনিসেফের শিশু পুষ্টি ও উন্নয়ন বিষয়ক পরিচালক ভিক্টর আগুয়েও বলেন, “আমরা অনুমান করি যে, ৫০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এবং তাদের জীবন রক্ষাকারী চিকিৎসার প্রয়োজন।”

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা- এফএও এবং বিশ্ব খাদ্য কর্মসূচি গাজ্জার পরিস্থিতিকে “ইতিহাসের সবচেয়ে মারাত্মক খাদ্য ও পুষ্টি সংকটগুলোর মধ্যে একটি” বলে বর্ণনা করেছে। আগুয়েও বলেন, “এটি মনে রাখা জরুরি যে, গাজ্জার জনসংখ্যার প্রায় অর্ধেক যারা এই ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে তারা শিশু।”

গাজ্জায় গত সপ্তাহের সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি দেখেছি কিভাবে বেসামরিক মানুষের বিরুদ্ধে কয়েক মাস যুদ্ধ এবং কঠোর বিধিনিষেধের ফলে শিশুদের পুষ্টির জন্য বিপর্যয়কর পরিণতি দেখা দিয়েছে। একইভাবে খাদ্য, স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থার পতন ঘটেছে।”

সূত্র : পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img