ভারতের গুজরাটের মোরবি জেলায় একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে।
খবর টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, গুজরাটের মোরবি জেলার মাচ্ছু নদীতে ঝুলন্ত সেতু ধসে পড়ে। ধসে পড়ার সময় পাঁচ শতাধিক মানুষ সেতুতে ছিলেন।
দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪০ বলে জানানো হয়। পরে রাতেই তা সংশোধন করে ৯১ বলে প্রকাশ করা হয়। আর সোমবার (৩১ অক্টোবর) সকালে নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে বলে জানান কর্মকর্তারা।