নতুন বছরের প্রথম দিন থেকে হিজাব নিয়ে নতুন আইন কার্যকর করেছে সুইজারল্যান্ড। পাবলিক প্লেসে হিজাব পরলেই গুনতে হবে ১ হাজার ১৪৪ ডলার জরিমানা, যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৩৭ হাজার টাকার বেশি।
এক ঘোষণায় দেশটির ফেডারেল কাউন্সিল এ বিষয়টি জানিয়েছে।
তবে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব পরা নিষিদ্ধের এ আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও হিজাব পড়া যাবে।
এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে নিকাবের পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ। এরপরেই দেশটির পার্লামেন্টে নিকাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস হয়।