বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

ট্রাম্পের রাজনৈতিক দল থেকে ২৩ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

আমেরিকার বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। এমন সময়ে দেশটির ক্ষমতাসীন দলের অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা হাতিয়ে নিয়েছে ২৩ লাখ ডলার!

ঘটনাটি ঘটেছে উইসকনসিন রাজ্যে। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নির্বাচিত করার জন্য গুরুত্বপূর্ণ এই রাজ্যের ভোটের মাঠে ওই অর্থ সহায়তা করছিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অ্যান্ড্রু হিট বার্তাসংস্থা এপি’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিট জানান, ২২ অক্টোবর লেনদেনে সন্দেহজনক ক্রিয়াকলাপ লক্ষ্য করে এবং শুক্রবার এ বিষয়ে এফবিআই’র সঙ্গে যোগাযোগ করে তার দল।

বিষয়টি এফবিআই তদন্ত করছে বলেও জানান তিনি। তবে এফবিআইয়ের মুখপাত্র লিওনার্ড পিস এ নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ।

নির্বাচনের বাকি দুই সপ্তাহেরও কম। যখন ট্রাম্প এবং তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন উইসকনসিন ও সেখানকার দশটি ইলেক্টোরাল ভোট জয়ের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছেন, এমন সময় হ্যাকারদের আক্রমণের বিষয়টি আবিষ্কার হলো।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর ও টিবিএস

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img