ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করিম বলেছেন, ৫ আগস্টের পর দু-তিনদিন যারা দখল, চাঁদাবাজি ও লুটপাট করেছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশ চাঁদাবাজমুক্ত কীভাবে হবে? শুধু চেয়ারের পরিবর্তন হলে হবে না, নীতি ও আদর্শের পরিবর্তনও হতে হবে। আদর্শিক মানুষ যদি চেয়ারে না বসতে পারে, তবে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না।
শনিবার (৩১ আগষ্ট) বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
মুফতী ফয়জুল করীম বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হক্কানী ওলামাদের বিরোধ ও মতানৈক্য আছে। জামায়াতে ইসলামীর এখন সুবর্ণ সুযোগ মতানৈক্যগুলো মিটিয়ে নেওয়ার। তখন জামায়াতের সঙ্গে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত হক্কানী ওলামাদের সঙ্গে মতানৈক্য না মিটাবে, ততক্ষণ পর্যন্ত জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য নিয়ে বেশি দূর এগোনো যাবে না।
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় অনেক দল প্রস্তাবের উত্তরে তিনি বলেন, একবারের প্রধানমন্ত্রী যদি শেখ হাসিনার মতো হয়, আমরা তাকেও দেখতে চাই না।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম।