হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুআ চেয়েছেন হেফাজতের (ভারপ্রাপ্ত) মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।
আজ রবিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট দুআর এ আহ্বান জানান।
বিবৃতিতে আল্লামা নুরুল ইসলাম জিহাদী বলেন, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী এশিয়া উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় একজন হাদীস বিশারদ, মুরুব্বি। দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। গতকাল হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত বৃহস্পতিবার আমি হাটহাজারী মাদরাসায় গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর নিয়েছি। আজ আমার ছেলে মাওলানা রাশেদ বিন নুরকে পাঠিয়ে আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি।
হেফাজত মহাসচিব বলেন, ইসলাম-মুসলমান, দেশ এবং জাতির পক্ষে ইসলাম বিরোধী দেশীয় ও আন্তর্জাতিক সকল আন্দোলন সংগ্রামে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলিষ্ঠ নেতৃত্ব, সাহসী ভূমিকা পালন করেন। লোভ-লালসা ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তাঁর অসুস্থতার সংবাদে আমি উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়া’লার দরবারে আমি তাঁর আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।
হেফাজত মহাসচিব আল্লামা নুরুল জিহাদী আরো বলেন, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী মুসলিম উম্মাহর জন্য বটবৃক্ষ তূল্য। বর্তমান এই নাজুক পরিস্থিতিতে,দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো হক ও ন্যায় নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।
আমি দেশবাসীর নিকট আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দুআ চাচ্ছি। আল্লাহ তায়ালা বাবুনগরী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন,আমিন।