শনিবার, মে ১৮, ২০২৪

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: মাওলানা ইউনুছ আহমাদ

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং রেলের অপচয়, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এরপর গণপরিবহন রেলের টিকিটের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরও অতিষ্ঠ করে তুলবে। পণ্যের পরিবহন ব্যয় বাড়বে, যা সাধারণ মানুষের ওপর বর্তাবে।

আজ শনিবার (৪ মে) এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বড় বড় প্রজেক্টের নামে রেলকে আধুনিকায়ন করার কথা বলা হচ্ছে অথচ এ টাকার যথাযথ ব্যবহার হচ্ছে না। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদের দৌরত্ম্যে জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সরকার এদেরই পোষণ করে চলছে। সরকার শুধু সিন্ডিকেটের পাহারাদেরই নয়, সিন্ডিকেটের অংশ হয়ে দাঁড়িয়েছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, মানুষ অর্থনৈতিক সঙ্কটে নিপতিত। এর মধ্যে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী। সরকার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img