শ্রীলঙ্কায় গিয়ে ভিসার শর্ত লঙ্ঘন করায় ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার দিকে শ্রীলঙ্কার পুলিশ দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি প্রদেশ থেকে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে।
আজ বুধবার (৩০ অক্টোবর) দেশটির পুলিশের এক কর্মকর্তা এ তথ্য জানান।
তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা বাংলাদেশি ছয় নাগরিককে গ্রেপ্তার করেছেন। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী সিডুয়া এলাকার একটি বাসভবন থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। এই বাংলাদেশিদের বিরুদ্ধে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : আইএএনএস