এই মাসের শুরুতে আগামী এক বছরের জন্য ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কাছে জলপাই বিক্রির নিষেধাজ্ঞা দেয় জর্দান। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ দেশটির কাছে জলপাই বিক্রি করতে দেখা গেছে দেশটির ব্যবসায়ীদের।
জর্দানের কৃষি সেক্টরের বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে এ বিষয়টি নিশ্চিত করেছে কুদস প্রেস।
সূত্র থেকে জানা যায়, কর্তৃপক্ষকে ধোকা দেওয়ার জন্য বড় ব্যারেলে লবন ও পানির সঙ্গে জলপাই ভরে তা আচারের নামে ইসরাইলে চালান করে জর্দানের ব্যবসায়ীরা। পরে এসব জলপাই থেকে অলিভ অয়েল তৈরি করে ইসরাইল।
উল্লেখ্য, গাজ্জায় ইসরাইলি গণহত্যার অভিযোগে তেল আবিবের সাথে জর্দানের আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সাধারণ নাগরিক সমাজ।
সূত্র: মিডল ইস্ট মনিটর