বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

আফগানিস্তানের বিষয়ে চতুর্থ দোহা বৈঠক খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে: কাতার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিষয়ে বিভিন্ন দেশের বিশেষ প্রতিনিধিদের অংশগ্রহণে চতুর্থ দোহা বৈঠক খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কাতার। কাতারের রাজধানীতে এই বৈঠক অনুষ্ঠিত হলেও তা আয়োজনের মূল দায়িত্ব পালন করবে জাতিসংঘ।

আজ বুধবার (৩০ অক্টোবর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার নিউইয়র্কে চতুর্থ দোহা বৈঠকের বিষয়ে আলোচনা করেছেন শান্তি ও রাজনৈতিক বিষয়ক জাতিসংঘের ডেপুটি মহাসচিব রোজমেরি ডিকার্লো ও জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি আলিয়া আহমেদ বিন সাইফ আল সানি। খুব শীঘ্রই কাতারের রাজধানীতে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, তৃতীয় দোহা বৈঠকের মাধ্যমে আফগানিস্তান বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। আসন্ন বৈঠকে এই পরিবেশকে কাজে লাগিয়ে উন্নয়নের পথ খোঁজার উপর গুরুত্ব দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘের উদ্যোগে তৃতীয় দোহা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আফগানিস্তানের উপ তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সূত্র: এভিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img