বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

আফগানিস্তানে সরকারি বাহিনীর সাথে কারাগারে দাঙ্গা; নিহত ৮

আফগানিস্তানের পশ্চিম হেরাতে একটি কারাগারে দাঙ্গায় অন্তত আটজন বন্দি নিহত হয়েছেন। এছাড়াও এতে আরও ১২ জন আহত হয়েছেন।

গত বুধবার (২৮ অক্টোবর) মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের কারাগারে এ ঘটনা ঘটে।

হেরাতের স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মুহাম্মাদ রফিক সিরাজী বার্তা সংস্থা এপি’কে বলেন, গত বুধবার পশ্চিম হেরাতের রাজধানী হেরাত শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে। এতে আরও ৮ জন বন্দি ও চারজন কারারক্ষী আহত হয়েছেন। এ ঘটনায় নিহত আটজনের মধ্যে একজনের শরীরে গুলির ক্ষত রয়েছে। ওই কারাগারে ২ হাজার বন্দি রয়েছে। সেখানে কোনো তালেবান বন্দি আছে কিনা তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

মার্কিন মদদপুষ্ট কাবুল সরকারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, কারাগারের ৫ নম্বর ব্লকে কয়েকটি পার্টিশন তৈরি করেছে বন্দিরা। এদিন কারারক্ষীরা সেই পার্টিশন সরিয়ে দিতে গেলে দাঙ্গা শুরু হয়। এ সময় বন্দিদের দখলে থাকা কিছু জিনিস তাদের কাছ থেকে নেয়ার চেষ্টা করে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ওই কারাগারের বন্দিরা একটি ব্লকে আগুন ধরিয়ে দেয়। তবে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মুহাম্মাদ রফিক সিরাজী ও প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ এ ব্যাপারে কোনো কিছু বলেননি।

আফগানিস্তানের কাবুলে অবস্থিত পুল-ই চারখি দেশটির সবচেয়ে বড় কারাগার। এটা ১৯৭০ সালে নির্মাণ করা হয়। পুল-ই চারখিতে ৫ হাজার বন্দি রাখার ব্যবস্থা রয়েছে। তবে সেখানে বর্তমানে বন্দি আছে ১০ হাজার ৫০০ জন। ২০১৯ সালে এই কারাগারে দাঙ্গার ঘটনায় চারজন বন্দি নিহত হয়। এছাড়া পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১২ জন আহত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img