ভারত দখলকৃত কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের এলোপাতাড়ি গুলিতে হিন্দুত্ববাদের সহায়ক উপত্যকাটির ৩ বিজেপি কর্মী নিহত হয়েছে। খবর এনডিটিভির।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে কুলগাম জেলায় এই ঘটনা ঘটেছে।
ভারতীয় পুলিশ জানিয়েছে, গাড়িতে করে ওয়াই কে পোরা অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন ওই তিন বিজেপি কর্মী।
এনডিটিভির খবরে তথ্যমতে, স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে গুরুতর আহত হন ওই তিনজন। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই এই তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হিন্দুত্বাবাদের সহায়ক কাশ্মীর বিজেপির এই তিন কর্মী সম্পর্কে ভারতীয় পুলিশ জানিয়েছে, নিহত তিন বিজেপি কর্মীর নাম ফিদা হুসেন ইয়াট্টু, উমের রশিদ বেগ এবং মুহম্মাদ রমজান। তিন জনই কুলগাম জেলার ওয়াই কে পোরার বাসিন্দা।
কাশ্মীরে তিন বিজেপি কর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তিনি লিখেছেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কাশ্মীরে দারুণ কাজ করছিলেন এই তিন যুব নেতা। শোকস্তব্ধ পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। নিহতদের আত্মার শান্তি কামনা করি।