বাংলাদেশের ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান জানিয়েছেন সৌদি আরবের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে।
আরএসজিটি ইন্টারন্যাশনাল এবং এসিডব্লিউএ পাওয়ার-এর মাধ্যমে লজিস্টিক, সার্ভিস সেক্টর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের কথা উল্লেখ করেন সৌদি রাষ্ট্রদূত ।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত ড. ইউনূসের প্রশংসা করেন এবং বলেন, ড. ইউনূস দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম।
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর ড. ইউনূস এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ বন্ধু এবং তার সরকার দেশটির সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অপেক্ষায় রয়েছে।
আল দুহাইলান বুধবার (২৮ আগস্ট) রাতে আরব নিউজকে বলেছেন, বাংলাদেশও সৌদি আরবের জন্য একটি ভালো বন্ধু। আমাদের জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ এবং মানব সম্পদসহ অনেক বিষয়ে পারস্পরিক বোঝাপড়া রয়েছে।
তিনি বলেন, এটি সৌদি বিনিয়োগের জন্য একটি নতুন ক্ষেত্র, একটি নতুন গন্তব্য। আমরা বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি ও লজিস্টিকে বিনিয়োগ করতে আগ্রহী।
তিনি আরও বলেন, সৌদি আরব বাংলাদেশে সরকারি ও জনগণের স্তরে চমৎকার সম্পর্ক উপভোগ করে এবং তার ড. ইউনূসের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে।
সৌদি রাষ্ট্রদূত বলেন, আমি তাকে সৌদি বিনিয়োগের জন্য প্রক্রিয়াগুলো দ্রুত করার এবং সমস্ত বাধা দূর করার অনুরোধ করেছি। এছাড়া সৌদি বিনিয়োগও আকর্ষণ করার কথা বলেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশ সাধারণভাবে বিনিয়োগকারীদের জন্য এবং বিশেষ করে সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি নতুন ক্ষেত্র।