আফগানিস্তানে তালেবানের আত্মঘাতি বোমা হামলায় মার্কিন মদদপুষ্ট কাবুলের আশরাফ ঘানি সরকারের ৮ সেনা নিহত হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহরের একটি সামরিক ঘাটিতে এই হামলা চালানো হয়।
মার্কিন মদদপুষ্ট ঘানি কাবুল সরকারের নানগরহরের গভর্নর এক বিবৃতিতে বলেছেন, হামলাকারি নিজেই বোমা বহন করে এনে ঘাটির কাছে এসে বিস্ফোরণ ঘটায়। হামলায় ১৫ জন নিহত হয়েছে।