বুধবার, জানুয়ারি ১, ২০২৫

ভারতে পরপর ৩ কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারল স্বামী

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে পরপর তিন কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী। মুম্বাই থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে অবস্থিত পার্বণী জেলার এক গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, মহারাষ্ট্রের মুম্বাই থেকে ৫২০ কিলোমিটার দূরের গঙ্গাখেড় নাকা এলাকার কুন্ডিক উত্তম (৩২) নামের যুবকের সাথে বিয়ে হয়ে হয় মাইনা নামের এক তরুণীর সাথে। পরপর তিনবার কন্যসন্তান জন্ম দেয় মইনা। এ নিয়ে প্রায় স্ত্রীকে মারধর করত কুন্ডিক উত্তম।

মুম্বাই পুলিশকে মাইনার বোন জানান, পরপর কন্যাসন্তানের জন্ম দেয়ার জন্য নিয়মিত দিদিকে গঞ্জনা সহ্য করতে হতো। কুন্ডিক উত্তম তাকে মারধরও করতো। তৃতীয় সন্তানও মেয়ে হওয়ার পর থেকে অত্যাচার আরো বাড়ে।

মুম্বাই পুলিশ জানায়, পরপর তিন কন্যাসন্তান জন্ম দেয়ায় গত বৃহস্পতিবার নির্যাতন চরমে ওঠে। তারপরই পেট্রল এনে সে গায়ে আগুন দিয়ে দেয় মাইনার। আতঙ্কে তিনি রাস্তায় বেরিয়ে ছুটতে থাকেন। এলাকার লোক দেখতে পান দাউদাউ আগুনে জ্বলছেন তরুণী। দ্রুত আগুন নেভানো হয়। দেখা যায়, ততক্ষণে প্রায় পুরো শরীরই পুড়ে গেছে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

অপরাধিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img