বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

নতুন বছরে শান্তির বার্তা দিলেন এরদোগান

নতুন বছর উপলক্ষে শান্তির বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গত রাতে এক ভিডিও বার্তায় নতুন বছরে তুরস্ককে সন্ত্রাসী মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

ভিডিও বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে লৌহ কঠিন অবস্থান নিয়েছে তুরস্ক। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন আমাদের দেশ ও এই অঞ্চলকে সন্ত্রাসী মুক্ত করা। আশা করি তা এবার বাস্তবে রূপ নেবে। এই বিষয়ে আমরা কঠোর পরিশ্রম করছি”

প্রসঙ্গত, গত ৪০ বছর ধরে তুরস্কে বেশিরভাগ সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। তাদের ভয়াবহ সন্ত্রাসী হামলায় দেশটির অন্তত ৩৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে চলতি সপ্তাহে সন্ত্রাসবিরোধী অভিযানে তুর্কি সরকারকে সমর্থনের নিশ্চয়তা দিয়েছেন পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ নেতা আবদুল্লাহ ওকালান।

এ বিষয়ে উদ্ধৃতি দিয়ে এরদোগান বলেছেন, “সন্ত্রাসী সংগঠনটি নির্দিষ্ট একটি জায়গায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। আশা করি ২০২৫ সালের মধ্যেই তুর্কি জনগণকে আমার বড় ধরনের সুসংবাদ দিতে পারব।”

ভিডিও বার্তায় তুর্কি জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান এরদোগান। সেই সঙ্গে ২০২৪ সালে নিহত হওয়া ব্যাক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img