বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

ইসরাইলি গণমাধ্যমের অপপ্রচার নিয়ে তুরস্কের কঠোর অবস্থান

সিরিয়াতে ইসরাইলি হামলার প্রসঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এমনটিই দাবি করেছে ইসরাইলের বেশ কয়েকটি গণমাধ্যম। তবে তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তুরস্ক।

ইসরাইলি গণমাধ্যমের অপপ্রচারের বিষয়ে গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) একটি বিবৃতি প্রদান করেছে তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, তেল আবিবের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আঙ্কারা। সিরিয়াতে হামলার বিষয়ে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে কোন ধরনের যোগাযোগ করেনি তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। ইসরাইলি গণমাধ্যমের এমন দাবি ভিত্তিহীন।

বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইলের বিষয়ে আমাদের পররাষ্ট্রনীতি এখনো পর্যন্ত অপরিবর্তনীয় রয়েছে। দুই দেশের মধ্যে কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক নেই। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img