বুধবার, মে ১৫, ২০২৪

মার্কিন ক্যাম্পাসে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করায় গ্রেফতার আরও ৯০০

আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে বিক্ষোভ। এর মধ্যে এ বিক্ষোভ থেকে কমপক্ষে ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিপন্থী চলমান এ আন্দোলন থেকে ৯০০ জনকে গ্রেফতার করেছে এর মধ্যে নিউইয়র্ক পুলিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি ফিলিস্তিনিপন্থী ক্যাম্প সরিয়ে দিয়েছে এবং ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

এদিকে শনিবার বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, ব্লুমিংটনের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিক্ষোভ থেকে ২৯০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া আমেরিকার ক্যালিফোর্নিয়া, জর্জিয়া ও টেক্সাসের বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্যরা শিক্ষার্থীদের জন্য তাদের সমর্থন প্রকাশ করেছে, যেখানে তারা তাদের নেতৃত্বের প্রতি অনাস্থার ভোট গ্রহণ করেছে।

সূত্র : আল-জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img