বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিবর্ষণে পুলিশ নিহত

ভারত দখলকৃত কাশ্মীরে স্বাধীনতাকামী যোদ্ধাদের গুলিতে দিল্লি নিয়ন্ত্রিত উপত্যাকাটির এক পুলিশ সদস্যসহ মিউনিসিপ্যাল কাউন্সিলর নিহত হয়েছে।

আজ সোমবার (২৯ মার্চ) কাশ্মীরের সোপোরে শহরের স্থানীয় সরকারের একটি বৈঠকে এ হামলা চালালো হয়।

জানা যায়, সোপোর শহরে কাউন্সিলররা বৈঠক স্থলে সমবেত হওয়ার পর সেখানে তীব্র গুলিবর্ষণ শুরু হয়।

এতে রিয়াজ আহমেদ নামে এক কাউন্সিলর নিহত এবং আরও একজন গুরুতর আহত হন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশের এক কর্মকর্তাও হামলায় নিহত হন।

হামলার পরও ওই এলাকা ঘিরে ফেলে দখলদার ভারতের নিরাপত্তা বাহিনীর বিশাল একটি দল।

স্বাধীনতাকামী যোদ্ধাদের এ হামলা নিয়ে গত পাঁচ দিনে কাশ্মীরে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার ঘটনা ঘটলো।

গত বৃহস্পতিবার লাওয়াপোরা এলাকায় ভারতীয় বাহিনীর দুই কর্মকর্তা নিহত হন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img