ইনসাফ | মাহবুবুল মান্নান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার শুরা অধিবেশন ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৯ জানুৃয়ারি) আনোয়ারার আল-মদিনা রেস্তোরাঁয় দক্ষিণ জেলার আহবায়ক মাওলানা ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ জেলার সদস্যসচিব মাওলানা রুহুল্লাহ তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্নমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্ঠা ডক্টর বেলাল নুর আজিজি,ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্ঠা, চট্টগ্রাম জামিয়া বায়তুল করিম এর প্রিন্সিপ্যাল ও দারুল মা’আরিফের মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ আনসারী প্রমুখ।
শুরা অধিবেশনে চট্টগ্রাম দক্ষিণ জেলার অঙ্গসংগঠন সমূহের সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান মাওলানা ছগির চৌধুরীকে সভাপতি ও হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদারকে সেক্রেটারি করে ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করে তাদের শপথবাক্য পাঠ করান।