বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

আটক থাকা উইঘুরদের চীনে ফেরত পাঠানোর পরিকল্পনা নেই জানালো থাইল্যান্ড

প্রায় এক যুগ যাবত আটক থাকা উইঘুরদের চীনে ফেরত পাঠানোর এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে থাইল্যান্ড।

বুধবার (২২ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে একথা জানায় রয়েল থাই পুলিশ।

আটক থাকা ৪৮ উইঘুরকে চীনে ফেরত পাঠানোর গুঞ্জনের প্রেক্ষিতে পরিকল্পনা বাতিলের ক্রমাগত আন্তর্জাতিক আহবান আসতে থাকায় বিষয়টি স্পষ্ট করে তারা।

ব্রিফিংয়ে থাই রয়েল পুলিশের প্রধান কিত্থারাথ পুনপেচ বলেন, আটক থাকা অবশিষ্ট উইঘুরদের চীনে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি আমরা। এরূপ কোনো পরিকল্পনা গৃহীত হয়েছে বলেও আমরা এখন পর্যন্ত অবগত নই।

তিনি আরো বলেন, থাইল্যান্ড কোনো আইনি ঝামেলার সংযোগ রক্ষাকারী নয়। তবে কোনো দূতাবাস বা সংস্থা যদি আমাদের সহায়তা চায় তবে আমরা তাদের সহায়তা করতে প্রস্তুত থাকবো এবং বিষয়টি দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে আলোচনা করা হবে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০১৩-২০১৪ সালে প্রায় ৩৫০ জন চীনা উইঘুর থাইল্যান্ড পালিয়ে আসেন। যাদের অনেকে সরাসরি, আবার অনেকে থাইল্যান্ড সীমান্ত দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে আটক হোন। পরবর্তীতে আটককৃতদের ১৭০ জন উইঘুর নারী ও শিশুর নিরাপদ আশ্রয় হয় তুরস্কে। এরদোগানের দেশটি তাদের বসবাসের অনুমতি দেয়। আবার অনেকে শিকার হোন চীনে ফেরত যাওয়ার দুর্ভাগ্যের।

সর্বশেষ ২০১৫ সালের জুলাইয়ে আটককৃত উইঘুরদের চীনের কাছে হস্তান্তর করেছিলো থাইল্যান্ড, যার সংখ্যা ছিলো ১০৯। আটককৃতদের মধ্যে বর্তমানে আর মাত্র ৪৮ জন উইঘুর থাইল্যান্ডে রয়েছেন। যাদের গত সপ্তাহ থেকে চীনে ফেরত পাঠানোর গুঞ্জন শুরু হয়। যার প্রেক্ষিতে থাইল্যান্ডকে উদ্দেশ্য করে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা থেকে আটক উইঘুরদের ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিলের আহবান আসতে শুরু করে।

উল্লেখ্য, চীনের ঝিনঝিয়াং প্রদেশে উইঘুর সম্প্রদায়ের বসবাস। সম্প্রদায়টি ধর্মে সকলেই মুসলিম। চীনের সরকার এই সম্প্রদায়টির উপর বিভিন্ন ভাবে দমন-পীড়ন চালিয়ে থাকে। বিশেষত, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের উন্মুক্ত কারাগারতুল্য বিচ্ছিন্ন এলাকায় রাখা হয়। অভিযোগ রয়েছে এই সময়টায় তাদের সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন রেখে কাউন্সেলিংয়ের নামে ব্রেইনওয়াশ করা হতে থাকে। যেনো তারা ধর্মীয় স্বকীয়তা হারায় ও চীন সরকারের জন্য কোনো হুমকি হয়ে না দাঁড়ায়।

এছাড়া চীনা প্রশাসন গত মে মাসে দেশটির ঐতিহ্যবাহী নাজিয়াইং মসজিদ গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে, যা দেশটির মিং সাম্রাজ্যের হংগয়ুর রাজত্যের শুরুর দিকে ১৩ শতকে নির্মিত।

সূত্র: আনাদোলু, বিবিসি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img