ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উগ্র ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচকে অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের উপর হামলা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) হিব্রু ভাষার বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনগুলোতে বলা হয়, গাজ্জা যুদ্ধবিরতি মেনে নেয়ার কারণে স্মোটরিচ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার যে হুমকি দিয়েছিলেন তা বাস্তবায়ন করা থেকে তাকে বিরত রাখার জন্য নেতানিয়াহু বলেছেন, তিনি পশ্চিম তীরে ব্যাপক মাত্রায় হামলা বাড়িয়ে দেবেন।
স্মোটরিচ গাজ্জায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ঘোরতর বিরোধী ছিলেন এবং তিনি শুরু থেকে বলে আসছিলেন যে, যুদ্ধবিরতির অর্থ হবে হামাাসের কাছে ইসরাইলের আত্মসমর্পণ।
শুক্রবার (১৭ জানুয়ারি) গাজ্জায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হয়। এরপর ১৮ জানুয়ারি স্মোটরিচ এক বিবৃতিতে যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু একটি ‘খারাপ ও বিপর্যকর’ চুক্তির প্রতি সবুজ সংকেত দিয়েছেন।
সূত্র: পার্সটুডে