বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কেউ কুরআন-সুন্নাহকে অবমাননা করলে আমার হৃদয়েও কষ্ট লাগে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনসাফ | মাহবুব শাহীন


কুরআন-সুন্নাহকে কেউ অবমাননা করলে নিজের হৃদয়েও কষ্ট লাগে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আমি মহান আল্লাহ তায়ালায় বিশ্বাস করি। কুরআন-সুন্নাহ মোতাবেক চলতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি যেহেতু মুসলাম। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে, কুরআনকে যারা অবমাননার করে-আপনাদের যেমন হৃদয়ে কষ্ট লাগে আমারও তেমনি কষ্ট লাগে। আমরা সব সময় সে জন্য বলে আসছি, শুধু আমাদের মুসলমানদের না- কারো বিশ্বাসের প্রতি আমরা অমর্যাদা করি না। এবং করতে দিব না, এটায় হলো আমাদের কথা, আইনের কথা।

শনিবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে আইন পাশ করার দাবিতে হেফাজতে ইসলাম আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এখানে যারা এগুলো ঘটনাগুলো ঘটায় (কুরআন-সুন্নাহর অবমাননা) ,কুরআন সুন্নাহ এর বাহিরে প্রপাগান্ডা ছড়ায়-আমরা তাৎক্ষণিক (তাদের বিরুদ্ধে) ব্যবস্থা নিচ্ছি। ইচ্ছা করে হোক বা অনিচ্ছা করে হোক। আমরা সেগুলোর ব্যবস্থা নিচ্ছি। আমরা স্পষ্টকরে বলি, কারও বিশ্বাসের প্রতি কারও অপবাদ দেওয়া আমাদের ইসলামেও মানা করে দিয়েছে। আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, অন্যের ধর্মের প্রতি তোমরা বাড়াবাড়ি করো না। সংবিধানও এটি নিষেধ করেছে।

ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে গ্রেফতার আলেম ওলামাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যে ঘটনার কথা বলেছিলেন, সে ঘটনায় অনেকেই আটক হয়েছেন। সেই ঘটনায় যারা সত্যিকারে ঘটনাগুলো ঘটিয়েছিলেন তাদেরকে রেখে সবাইকে ছেড়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রমাণে কেউ যদি জড়িত না থাকেন আমরা তাকে ছেড়ে দিচ্ছি। জামিনের ব্যবস্থা করেছি। এটা বিচার বিভাগের কাছে। বিচার বিভাগ আমাদের নিয়ন্ত্রণে নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আল্লামা আহমদ শফি (রহ.) সাহেবকে অত্যন্ত হৃদয় নিয়ে ভালোবাসতেন। আপনারা নিশ্চিয় দেখেছেন আমরা কওমী মাদরাসার স্বীকৃতি দিয়েছি। আমরা মনে করি এই ছাত্ররা যারা বিদ্যার্জন করছে, দাওয়ায়ে হাদীস পর্যন্ত যারা পড়াশোনা করছে, দ্বীনের সঙ্গে সঙ্গে দুনিয়া পড়াশোনাও তারা করছে। কাজেই তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না এটা যেমন অন্যায় ছিল তেমনি আমরা মনে করি তারা তাদের শিক্ষাদীক্ষা আরও এগিয়ে নিতে পারবে, সেজন্যই স্বীকৃতির ব্যবস্থা করা হয়েছিল।

আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী ওলামায়ে কেরামদের ন্যায্য কথা, কুরআন হাদীসের নির্দেশিত কথা-তিনি সবসময় স্মরণ রাখেন এবং পরামর্শ করেন আপনাদের সাথে। আমরা মনে করি আপনাদের যে ভুল ধারণাগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে উপলব্দি করতে পারবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কুরআন-হাদীস আমাদের হৃদয়ের জিনিস। আমরা সেইভাবেই কুরআন হাদীসকে ভক্তি করি। হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষায় আমরা মানব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আবারও জানিয়েছেন, কুরআর-হাদীসের বিরুদ্ধে বা সাংঘর্ষিক কোন আইন তিনি পাশ করেন নাই এবং কখনো করবেন না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img