শনিবার, অক্টোবর ৫, ২০২৪

শায়খুল হিন্দের চেতনায় সকলকে উজ্জীবিত হওয়ার আহবান জমিয়তের

জমিয়তের সকল নেতাকর্মীদেরকে শায়খুল হিন্দের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।

তিনি বলেন, শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী ছিলেন বিদগ্ধ আলেমে দ্বীন, ভারতবর্ষ স্বাধীনতার এক মহান সেনানী এবং রেশমী রুমাল আন্দোলনের পুরোধা।

আজ শনিবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার জেলা জমিয়তের উদ্যোগে আয়োজিত শহরের রুমেল কমিউনিটি সেন্টারে শায়খুল হিন্দ কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জমিয়তের আহবায়ক অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা জামিল আহমদ আনসারীর পরিচালনায় কনফারেন্সে উপস্থিত আরও ছিলেন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জেলা জমিয়তের উপদেষ্ঠা মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ফজলুল করিম কাসেমী, সিলেট জেলা সভাপতি মুফতি মজিবুর রহমান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img