রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদ নবায়ন

মাহবুবুল মান্নান

ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদ নবায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে কক্সবাজার শহরের এক হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় মুহাম্মদ অলি উল্লাহ আরজুকে সভাপতি, হাফেজ জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে (২০২৪-২৫ সেশন) এক বছর মেয়াদের জন্য নতুন এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় সভাপতি, মজলুম ছাত্রনেতা এহতেশামুল হক সাখী জেলা কর্মপরিষদের নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এ কমিটি গঠন প্রক্রিয়া পরিচালনা করেন, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, নেজামে ইসলাম পার্টির ছাত্রবিষয়ক সচিব হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম, অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ হোসাইনী, প্রশিক্ষণ সম্পাদক আশরাফ হোসাইন, ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক ইদ্রিস বিন মুনির, পাঠাগার ও সাহিত্য সম্পাদক মোরশেদ হোসাইন জমিল, দফতর সম্পাদক আহমদ, সদস্য মুহাম্মদ আব্দুল মজিদ, মীম খুবাইব, মুহাম্মদ আব্দুল্লাহ।

কমিটি নবায়ন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী।

মুখ্য আলোচক ছিলেন, জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। বিশেষ অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টির কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিক, শহর নায়েবে আমীর মাওলানা হাফেজ সালেম, সাংগঠনিক সম্পাদক মুফতি ইউছুফ মক্কী।

এ সাধারণ সভায় জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ ও প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল করিমসহ জেলা কর্মপরিষদের বিদায়ী দায়িত্বশীলদের সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

নবনির্বাচিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রধান অতিথি মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেন, ইসলামী ছাত্রসমাজ প্রখ্যাত ওলামা-মশায়েখের রেখে যাওয়া আমানত। এ আমানতের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক পাঠ্যক্রমের সমন্বয়ে নিজেদের মেধা-প্রতিভাকে বিকশিত করার মাধ্যমে ঈমানদীপ্ত জ্ঞান-প্রজ্ঞার আলো ছাত্রজনতার মাঝে ছড়িয়ে দিতে হবে।

মুখ্য আলোচক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, ইসলামী আদর্শের আলোকে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ সৈনিক ও আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থাকে বাতিল অপশক্তির আগ্রাসন থেকে রক্ষা করতে হবে। এ দায়িত্ব পালনে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্রসমাজ নেতা-কর্মীদের বুদ্ধিবৃত্তিক কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এহতেশামুল হক সাখী একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে আদর্শিক এ অভিযাত্রাকে তরান্বিত করতে নবনির্বাচিত দায়িত্বশীলদের সচেষ্ট থাকার আহবান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img