বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

মোরশেদ আলম মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সিলর (কনসুলার) হিসেবে নিযুক্ত হয়েছেন মো. মোরশেদ আলম। চলতি মাসেই তিনি হাইকমিশনে যোগদান করেছেন।

সদ্যবিদায়ী কাউন্সেলর জিএম রাসেল রানার স্থলাভিষিক্ত হলেন মোরশেদ আলম। এর আগে তিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোরশেদ আলম ২০০৯ সালে রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।

নেত্রকোণা জেলার হাওড় খ্যাত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মোরশেদ আলম।

তিনি মাধ্যমিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পান। এরপর কৃতিত্বের সঙ্গে উচ্চ মাধ্যমিক সম্পন্ন শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

চাকরি জীবনে তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কোর্স সম্পন্ন করে বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img