শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

জানমাল রক্ষার্থে সরকার কঠোর ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হেফাজতের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের পর জানমাল রক্ষার্থে কঠোর ব্যবস্থা।’

রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা বন্ধ না করলে প্রয়োজনীয়ে ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুজব ছড়িয়ে উত্তেজনা বাড়ানো হচ্ছে। রাষ্ট্রে নাশকতার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘হেফাজতের পেছন থেকে অন্য কেউ উস্কানি দিচ্ছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় আজকে প্রেসক্লাবেও অগ্নিসংযোগ করা হয়েছে। একজন সাংবাদিক আহত হয়েছেন। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও জেলা পরিষদের চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সাথে এগুলো পর্যবেক্ষণ করছে।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img