আগামী সোমবার (২৯ নভেম্বর) ২০২১ ইং সকাল ৯ টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে।
আাজ শনিবার (২৭ নভেম্বর) বিকেলে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক জরুরি বৈঠক কামরাঙ্গীরচর মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করবেন দলীয় প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী। সম্মেলনে জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। প্রতিনিধি সম্মেলনে সারা দেশের জেলা ও থানা প্রতিনিধিদেরকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, নায়েবে আমির শাইখুল হাদিস শেখ আজিমউদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা মাহবুবুল্লাহ, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন,হাফেজ আবুল কাসেম রায়পুরী, মাওলানা রুহুল আমিন, মাষ্টার আনছার উদ্দিন হাওলাদার ও মাষ্টার শরীফুল ইসলাম প্রমুখ।