শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিল আমেরিকা

বাংলাদেশকে নতুনকরে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের করোনার টিকা দিয়েছে আমেরিকা।

শনিবার (২৭ নভেম্বর) আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট এক টুইট বার্তায় এ তথ্য জানায়।

টুইট বার্তায় বলা হয়েছে, আমেরিকা কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশকে ১.৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। আমেরিকা ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। কোনো স্ট্রিং সংযুক্ত না করে বাংলাদেশসহ অন্যান্যদের জীবন বাঁচানোর জন্য টিকার সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা।

গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img