মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

‘ওমিক্রন’ থেকে বাঁচতে আফ্রিকার ৭ দেশে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা

spot_imgspot_img

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ এর বিস্তার ঠেকাতে আফ্রিকার ৭ দেশের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা।

আগামী সোমবার (২৯ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে।

৭টি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিক।

এক বিবৃতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি আফ্রিকার এই ৭ দেশে বিধিনিষেধের আরোপের আভাস দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে একে ‘উদ্বেগের ভ্যারিয়েন্ট’ বলে অভিহিত করেছে। ওমিক্রন বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্টটি করোনার সবচেয়ে বেশিবার জিন বদলানো সংস্করণ। দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা ও হংকংয়ে মোট ৫৯ জন এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ বিষয়ক কারিগরি কমিটির প্রধান মারিয়া ভন কারখোভ এক টুইট বার্তায় জানান, ওমিক্রন, বি১.১.৫২৯ কে উদ্বেগের ভ্যারিয়েন্ট বলা হচ্ছে কারণ এর ভেতর দুশ্চিন্তা করার মতো কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। এই ভ্যারিয়েন্টে অনেক মিউটেশন দেখা গেছে। কিছু মিউটেশন (জিনগত পরিবর্তন) সত্যিই উদ্বেগের।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img