বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে জাপানের সনি করপোরেশন কোম্পানির ‘বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিয়োগের ঘোষণা’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান। আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার শিল্পনীতি করেছি।
তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উৎপাদনের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।